মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডবে নিহত বেড়ে ৬৬ 

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ১২ ১২ ০১  

ফ্লোরিডায়-হারিকেন-ইয়ানের-তাণ্ডবে-নিহত-বেড়ে-৬৬ 

ফ্লোরিডায়-হারিকেন-ইয়ানের-তাণ্ডবে-নিহত-বেড়ে-৬৬ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের তাণ্ডবের জেরে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। একই হারিকেনের তাণ্ডবে উত্তর ক্যারোলিনায় আরো চারজন নিহত হয়েছেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় সিএনএন।

এদিকে, ফ্লোরিডা রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন তিনি।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, হারিকেন ইয়ানের কারণে শনিবার পর্যন্ত ফ্লোরিডার বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়। সেই হারিকেন উত্তর ক্যারোলিনায় আঘাত হানে। 

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, হারিকেন ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর